এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজের সুযোগ পাবেন !!
সৌদি আরব ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী হজ করার সুযোগ পাবেন। জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ রবিবার এ তথ্য জানায়।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।
চলতি বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্রঃ বিডি-প্রতিদিন