শত বাঁধা উপেক্ষা করে কুমিল্লার মাহফিল, গাছে উঠে আজহারীর ওয়াজ শুনলো জনতা !!
অবশেষে শত বাঁধা উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার মাহফিল। এ ব্যাপারে মিজানুর রহমান আজহারী তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ…
‘অবশেষে মহান আল্লাহ তায়ালা কুমিল্লার মাটিতেও কথা বলার সুযোগ করে দিলেন। জিতেছে আমাদের ভালোবাসা, হেরেছে ওদের হিংসা আর ষড়যন্ত্র। ওয়া লিল্লাহিল হামদ।
এদিকে কুমিল্লাতে মিজানুর রহমান আজহারী তাফসির মাহফিল এর আগে কিছু মানুষের বিরোধীতার কারণে হতে পারেনি।
কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এই বক্তা সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন। দেশের যে প্রান্তেই যাচ্ছেন কুরআনের তাফসিরের মানুষের ঢল নামছে। আর তা দিনের বেলায় হোক কি রাতে হোক।
আর এসব তাফসির মাহফিলে তরুণদের উপস্থিতি চোখের পড়ার মতো। এদিন জায়গা না পেয়ে গাছে উঠে আজহারীর ওয়াজ শুনেছে জনতা।