অবশেষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে প্রতিশো’ধ নেওয়ার ঘোষণা দিলো ইরান !!
মার্কিন যুক্তরাষ্ট্র ক’র্তৃক ইরানের আল কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হ’ত্যা’র প্র’তি’শো’ধ কী হবে তা নিয়ে নানা হইচই এবং সং’ঘা’তের আ’শ’ঙ্কা করা হচ্ছিলো।
এবার সেই জল্পনার অবসান ঘটালেন কুদস ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কিয়ানি। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বি’তা’ড়ি’ত করাই এই হ’ত্যা’কা’ণ্ডের একমাত্র প্রতিশোধ হবে বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার স্থানীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসমাইল কিয়ানে এমন মন্তব্য করেন।
সাক্ষাৎকারে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের হ’টা’নোর আহ্বান জানিয়ে আল-কুদস ফোর্সের প্রধান এসব কথা বলেন। এর আগে গত শুক্রবার ভোরে মার্কিন হা’ম’লায় সোলাইমানি নি’হ’ত হওয়ার পরে কিয়ানিকে তার স্থলাভি’ষিক্ত ঘোষণা করা হয়েছে।
কিয়ানে বলেন, আমরা একই শক্তিতে সোলাইমানির রেখে যাওয়া পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। তাকে হ’ত্যা’র একমাত্র ক্ষ’তি’পূরণ হতে পারে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হ’টা’নো।