ইরানি প্রতিশোধ আতঙ্কে ইসরাইলি দূতাবাসগুলো সর্বোচ্চ সতর্কতা !!
মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় দূতাবাসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরাইলি দূতাবাস ও কনস্যুলেটগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি হাইম পত্রিকার বরাতে তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদলুর খবরে এমন তথ্য জানা গেছে।
পত্রিকাটি বলছে, কূটনীতিকদের অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে রাখতে দূতাবাসগুলোকে সতর্ক করা হয়েছে।সোমবারই সোলাইমানি হ’ত্যা পরবর্তী সম্ভাব্য হুমকি নিয়ে বৈঠক করবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংবাদমাধ্যমটি আরও জানায়, সোলাইমানির হ’ত্যার বিষয়ে সরকারি কর্মকর্তা এবং মন্ত্রীদের কোনো মন্তব্য না দিতে বলেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যদিও বেশ কয়েকটি অনুষ্ঠানে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের পক্ষে সমর্থন জানিয়েছেন।
‘সোলাইমানি মার্কিন নাগরিক এবং অন্যান্য অনেক নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন’ বলে বক্তব্য দিয়েছেন অবৈধ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী।এর আগে মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় লেবাননের হিজবুল্লাহ আন্দোলন প্রতিশোধের ডাক দিলে গ্রিস সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু কার্যালয়ের এক সূত্র জানায়, শুক্রবার প্রধানমন্ত্রী এথেন্স থেকে ফিরে আসছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।সোলাইমানিকে হ’ত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ আন্দোলন।
এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, বিশ্বজুড়ে সব প্রতিরোধ যোদ্ধাদের কাজ ও দায়িত্ব হচ্ছে এসব খুনি অপরাধীদের যথাযথ শাস্তি দেয়া।