ফের দুঃসংবাদ পেল সাকিব !!
জুয়াড়িদের প্রস্তাব লুকিয়ে রাখার অপরাধে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার পর থেকে দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
জানা যায়, সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় এই বছর বিসিবির কেন্দ্রিয় চুক্তিতে থাকছেনা তার নাম। এই বছরের একেবারে শেষ দিকে নিষেধাজ্ঞা উঠলেও কেন্দ্রিয় চুক্তিতে তার নাম বিবেচনা করা হতে পারে।
সাকিবের চুক্তিতে থাকা সম্ভব না জানিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘যেহেতু সাকিব নিষিদ্ধ, তার চুক্তি থাকার কোনো সুযোগই নেই।’
এদিকে, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে আকরাম খান জানিয়েছেন, চুক্তি নবায়ন করাটা একান্তই মাশরাফির ব্যাপার।