দা’ফন শেষে আজই হা’মলা চালাবে ইরান !!
ইরানের জেনারেল সো’লাই’মানির দা’ফন শেষে আজই ওয়াশিংটন সমর্থিত এলাকায় ইরান হা’ম’লা চালাবে বলে জানিয়েছেন দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি।
এদিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হা’ম’লায় নিহত সো’লাই’মানির কফিন সোমবার তেহরানে সর্ব সাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছিল। ওইখানে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের এ নির্দেশ দিয়েছেন।
এ সময় ইরানি বাহিনীকে এ অঞ্চলে তেহরানের প্রক্সির উপর নির্ভর না করে সরাসরি প্রতিশোধ নেয়ার নির্দেশ দেন খামেনি।এর আগে গত সোমবার তেহরানে সো’লাই’মানির কফিনের সামনে দাড়িয়ে প্রকাশ্যে কেঁদেছিলেন ইরানের শীর্ষ নেতা। তখনই ড্রোন হা’ম’লায় জেনারেলকে হ’ত্যা করার ‘কঠিন প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ‘জেনারেল সো’লা’ইমানিকে হ’ত্যা’র প্রতিশোধের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ১৩টি রূপরেখা উত্থাপিত হয়েছে। এগুলো নিয়ে কাজ চলছে। এর মধ্যে ইরানের সবচেয়ে দুর্বল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃস্বপ্ন হিসেবে দেখা দেবে।’