দিল্লিতে সি.এ.এ বিরোধী আ’ন্দোলন করতে গিয়ে ২ বাংলাদেশি গ্রে’প্তার !!
দিল্লির উত্তর-পূর্ব সীমাপুরীতে নাগরিকত্ব সংশোধনী আইন (সি.এ.এ) বিরোধী বি’ক্ষো’ভ করার ঘটনা কে কেন্দ্র করে ২ বাংলাদেশিসহ পাঁচজনকে আ’টক করেছে দিল্লি পুলিশের ক্রা’ইম ব্রাঞ্চ। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এমনটাই দাবি করেছে।
দিল্লির পুলিশ জানিয়েছে, আ’টককৃত ওই পাঁচজনের মধ্যে দুই বাংলাদেশি রয়েছে। অপর তিনজনের মধ্যে দুজন উত্তরপ্রদেশ ও একজন সীমাপুরীর বাসিন্দা। তারা বলছে, অভিযুক্তরা হচ্ছেন- মোহাম্মদ শোয়েইব (১৯), মোহাম্মদ আমির (২৪), ইউসুফ (৪০) ও দুই বাংলাদেশি মোহাম্মদ আজাদ ও মোহাম্মদ সুবহান।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই পাঁচজন ছাড়াও দুজন কিশোরকে আ’টক করা হয়েছে। ওই দুই কিশোরকে কিশোর বিচার বোর্ডে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।