যুক্তরাষ্ট্র কাপুরুষের মত হা’মলা চালিয়েছে, আর আমরা বীরের মতঃ জারিফ !!
আজ বুধবার ই’রাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে ‘ক্ষে’পণা’স্ত্র হা’মলায় চালিয়েছে ই’রান। এ হা’মলায় অন্তত ৮০ মার্কিন সেনা নি’হত হয়েছে। আরো আ’হত হয়েছে অন্তত ২০০ জন। তবে এই হা’ম’লাকে ‘প্রস্তুতিমূলক ব্যবস্থা মাত্র’ বলে মন্তব্য করেছেন ই’রানের বি’প্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি।
যুক্তরাষ্ট্রর উপর এই হা’মলা জাতিসংঘের সনদ মেনেই ই’রান আত্মরক্ষার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন ই’রানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ই’রাকে মার্কিন ঘাঁটিতে ই’রানের প্রতিশোধমূলক ক্ষে’পণা’স্ত্র হা’মলা সম্পর্কে তিনি এই মন্তব্য করেন।
তবে এটি বীরের পরিচিয় মনে করে এক টুইটার বার্তায় জারিফ লিখেছেন, “জাতিসংঘ সনদের আর্টিকেল ৫১ মেনেই ই’রান আত্মরক্ষামূলক সমানুপাতিক ব্যবস্থা নিয়েছে। (ই’রাকে) ঘাঁটিতে হা’মলার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের নাগরিক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে কাপুরুষোচিত হা’মলা চালিয়েছে।”
তবে ই’রান সংঘাত চায় না । জারিফ বলেন, “আমরা চাই না ‘যু’দ্ধ ছড়িয়ে পড়ুক। কিন্তু, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা নিজেদের রক্ষা করবো,”