রাহুল গান্ধীই হবেন ভারতের প্রধানমন্ত্রীঃ দীপিকা !!
নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নি’র্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের তো’পের মুখে পড়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন। মোদি সরকারের বিপক্ষে গিয়ে নিজের ছবি ব’য়কটের মত পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়েছে তাকে। এখানেই থেমে থাকেনি বিজেপি। দীপিকার প্রায় এক দশক আগেকার একটি ভিডিও খুঁজে বের করেছেন তারা।
কিন্তু তাতেও থামাতে পারেনি তাকে , কারন দীপিকা জানেন ভারতের এই পরিস্থিতি একমাত্র কংগ্রেসই নিয়ন্ত্রন করতে পারে। এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোনো যুব নেতার কথা বলবেন, যিনি ভাল কাজ করছেন?’
দীপিকার উত্তর ছিল, ‘রাজনীতির বিষয়ে বেশি জানি না। যেটুকু টিভিতে দেখি, তাতে রাহুল গান্ধী আমাদের দেশের জন্য যা করছেন, তা উৎকৃষ্ট উদাহরণ। আশা করি, এক দিন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন।’
এরপর তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি চান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? কেন বিশেষ করে তিনি?’ জবাবে দীপিকা বলেছিলেন, ‘নিশ্চয়ই (প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে)। ঐতিহ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি যুবকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন।’