সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত !!
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাঙালির মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম মো. জব্বার আলী। নিহত জব্বার আলী টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেরাতৈল বগাপ্রতিমা গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে।
স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) মক্কায় কোম্পানির পিকাআপ গাড়ি চালিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে ঘটনাস্থলে জব্বার আলী নিহত হয়। সৌদি আরবের সুলাইমান আল ফাহাদ কোম্পানিতে ক্লিনিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন জব্বার আলী। নিহতের মরদেহ মক্কা কিং আব্দুল আজিজ হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। দেশটির আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে বলে জানা গেছে।