ই’রানের সঙ্গে দ্ব’ন্দ্বে জড়িয়ে এবার ‘ক্ষমতা’ হারাতে পারেন ট্রাম্প !!
ই’রানের জেনারেল কাসেম সো’লাইমানিকে হ’ত্যা’র মধ্য দিয়ে ই’রানের সঙ্গে দ্ব’ন্দ্বে জড়িয়ে এবার সা’মরিক ক্ষম’তা খোয়াতে পারেন মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইতোমধ্যে সে উদ্যোগে নেওয়াও হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যাতে ই’রানের বিরু’দ্ধে যু’দ্ধ চাপিয়ে না দিতে পারেন সেজন্য তার সা’মরিক ক্ষম’তা কমাতে মা’র্কিন আজ বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে।
পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার এ ঘোষণা দেন। ই’রানের ইসলামি বিপ্লবী গার্ড বা’হিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সো’লায়মানিকে হ’ত্যা’র প্রতিশোধ নিতে ই’রান বুধবার ই’রাকে অবস্থিত দুটি মা’র্কিন ঘাঁটিতে ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লা চালায়। এরপর ন্যান্সি পেলোসি ট্রাম্পের যু’দ্ধ-ক্ষ’মতা কমানোর ঘোষণা দিলেন।
ন্যান্সি পেলোসি বলেন, ‘আমেরিকার জনগণকে নিরাপদ রাখার জন্য আমাদের দায়িত্বের প্রতি সম্মান দেখাতে ই’রানের বিরুদ্ধে যু’দ্ধ ঘোষণার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষম’তা কমানোর জন্য প্রস্তাব তোলা হবে।’ প্রতিনিধি পরিষদের নারী সদস্য এলিসা স্লটকিনের নেতৃত্বে প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, ই’রানি কমান্ডার মেজর জেনারেল সো’লায়মানিকে হ’ত্যা’র ঘটনা ই’রানের সঙ্গে আমেরিকাকে একেবারে যু’দ্ধে’র দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। ১৯৭৯ সালে ই’রানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম এ ধরনের উত্তপ্ত যু’দ্ধ-পরিস্থিতি তৈরি হয়েছে।
ন্যান্সি পেলোসি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আমাদের সেনা’বা’হিনী, কূটনীতিক এবং অন্য বেসামরিক লোকজনকে বিপদের মুখে ফেলেছে।’ সূত্র: রেডিও তেহরান