‘ট্রাম্পের আ’হ্বান প্রত্যা’খ্যান করলো যুক্তরাজ্য’ !!
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ই’রাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ১৫টি মিসাইল ছুঁড়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের ‘৮০ সন্ত্রাসী’ হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইরান।
এ ঘটনার পর ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে না থেকে বেরিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য।
এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইরান পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ব্যাপারে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাওয়াকে সঙ্গত মনে করছে লন্ডন।