সরকারি সকল স্থানে আজান ধ্বনিত হোক, এটা আমার চাওয়া : ব্রুনাই সুলতান !!
ব্রুনাইয়ের মানুষ সব সময় আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকবে বলে মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির সুলতান হাসানাল বলকিয়াহ। দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে টেলিভিশনে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন সুলতান।
তিনি বলেন, আমি চাই সব সরকারি স্থানে আজান ধ্বনিত হোক, যাতে মানুষজন বুঝতে পারে যে এটা তাদের ধ’র্মীয় দায়িত্ব। একই সঙ্গে ব্রুনাইকে একটি সুখী ও সমৃদ্ধ দাবি করেন সুলতান।
তবে নতুন স’মকা’মিতার অ’প’রাধে নারীদের ৪০ বে’ত্রাঘা’ত বা সর্বোচ্চ ১০ বছরের কা’রাদ’ণ্ডের কথা বলা হলেও পুরুষদের মৃ’ত্যুদ’ণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া কেউ গর্ভ’পা’ত করলে তাকে জনসম্মুখে চা’বুকা’ঘাত করা হবে।