মুস্তাফিজের সমালোচকদের কড়া জবাব দিলেন মাশরাফি !!
বর্তমানে বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার বল হাতে মাঠ মাতাচ্ছে তাঁর মধ্যে মুস্তাফিজ অন্যতম। কিন্তু সম্প্রতি তাঁর সেই আগের পারফর্মেন্স ধারাবাহিক না থাকাতে অনেকেই সমলোচনা করেছেন। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও দুয়ো দিতে ছাড়ছেন না।
এমতাবস্তায় শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফি জানিয়েছেন, মুস্তাফিজের অর্ধেকও বাংলাদেশে কেউ নেই। তাই সমালোচনা না করে মুস্তাফিজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় মাশরাফি আরও বলেন, মুস্তাফিজকে নিয়ে যারা কাজ করছেন তারাও সাংবাদিকদের ভাষায় কথা বলছেন, সমালোচনা করছেন। এটা মেনে নেওয়া খুব কঠিন।
প্রসঙ্গত, চলতি বিপিএলে উইকেট শিকারের তালিকাতে রানাকে হটিয়ে আবারো সিংহাসন দখল করেছেন মোস্তাফিজ। ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৯।