‘এবার ই’রানের পাঁশে দাঁড়ালো চীন’ !!
গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ই’রাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ১৫টি মিসাইল ছুঁড়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের ‘৮০ সন্ত্রাসী’ হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইরান।
এ পর্যায়ে বিশ্বের অনেক দেশ ইরানের পাঁশে দাঁড়ালেও চীন এতদিন ‘চুপ’ ছিল। অবশেষে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন ইরানের পাঁশে দাঁড়িয়েছে।সম্প্রতি, চীনা পররাষ্ট্রমন্ত্রী গ্যাঙ্গ শুয়াং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন: পশ্চিম এশিয়ায় বর্তমান উত্তেজনার পেছনে দায়ী হলো আমেরিকা।
এদিকে, চীনা একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক জিং জান রুং বলেছেন:’একটি স্বাধীন দেশের সামরিক কর্তকর্তাকে যুদ্ধহীন পরিস্থিতিতে হত্যা করা সরাসরি অপরাধ এবং এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলা যায়।