আজ আখেরি মোনাজাত, বন্ধ থাকবে যেসব রাস্তা !!
আজ ১২ জানুয়ারি রবিবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। এরই মধ্যে ৬৪ জেলার মুসল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মোনাজাতের উদ্দেশে। তাই প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
এদিকে আজ রবিবার ভোর চারটা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এবং কালীগঞ্জের পূবাইল মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত রাস্তার পাশে যেসব লিংক রোড আছে তা বন্ধ থাকবে।
তাছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ইজতেমার ময়দান পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যে সব লিংরোড খোলা রয়েছে এর থেকে যাতে কোনো ধরনের যানবাহন মহাসড়কে উঠতে না পারে তার জন্য নেয়া হয়েছে পুলিশি ব্যবস্থা।
এ ব্যাপারে গাজীপুরের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এই মহাসড়কগুলোতে মুসল্লিদের কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয় তার জন্য প্রশাসন থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।