বাংলাদেশে ১৫০ কিলোমিটার বেগে চলবে ট্রেন: রেলমন্ত্রী !!
ট্রেনকে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলার উপযোগী করে রেলপথ গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, ‘সম্প্র্রতি ভারতে ট্রেন ভ্রমণ করেছি। সেখানে ঘণ্টায় ১৬৭ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। এই ব্যবস্থা বাংলাদেশেও করা হবে। তখন চট্টগ্রাম থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।’ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে রেলওয়ে সুহৃদ সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ট্রেনের জন্য গঠিত কমিটি ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এরপর শিগগির পুরোদমে কাজ শুরু করা হবে।’ চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ডাবল লাইনে উন্নীত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম- আখাউড়া ডাবল লাইনে উন্নীত করা হচ্ছে। ডাবল লাইনের কাজ শেষ হলে, এখন যে সংখ্যক ট্রেন চলাচল করছে তখন এর চেয়ে দ্বিগুণ সংখ্যক ট্রেন চালানো যাবে।’