কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখতে বিসিবিকে মাশরাফির অনুরোধ !!
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩ বছর আগেই টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। টেস্ট ফরম্যাটকে বিদায় না জানালেও টেস্ট খেলেননা প্রায় দশ বছর ধরে।
এদিকে ইংল্যান্ড বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি মাশরাফির। যার ফলে ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে তার থাকা নিয়ে প্রশ্ন উঠে। কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি।
মাসে বেতন পেতেন ৪ লাখ। কিন্তু বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফি। কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখতে অনুরোধ করেছেন মাশরাফি নিজেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটিই জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মিটিংয়ের আগে মাশরাফি আমাকে ফোন করেছিল। ও বলেছে ওর নাম না রাখতে। তাতে একজন নতুন খেলোয়াড় চুক্তিতে জায়গা পাবে।’