এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য: মোদি !!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরা যে কাউকে নাগরিকত্ব দেওয়ার জন্য রাতারাতি এ আইন করিনি… সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) হাওড়ার বেলুর মঠে ভাষণে তিনি এসব কথা বলেন।মোদী বলেন, যারা পাকিস্তানে নিগৃহীত হয়েছে, জীবন ঝুঁকিতে ফেলেছে শুধু তাদের নাগরিকত্ব দিতেই এই সংশোধনী। আমাদের কি এ লোকগুলোকে পাকিস্তানে মরতে পাঠানো উচিত? এটা কি একটা মহৎ কাজ না?
মোদী বলেন, সিএএ নিয়ে আপনারা যা বুঝেছেন, সবিস্তারে ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও বিরোধীরা তা বুঝতে চাইছে না। কিছু লোক রাজনৈতিক স্বার্থেই মানুষকে ভুল পথে চালিত করছে। সারাবিশ্ব জানে কীভাবে সংখ্যালঘুদের ওপর গত ৭০ বছর ধরে অত্যাচার চালাচ্ছে পাকিস্তান। এ কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে।
যদিও ভাষণে তিনি বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের বিষয়ে কিছু বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।