যে কারনে ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা !!
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বৈধ কার্ডধারী সাংবাদিকরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।
রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়। এছাড়াও এ নির্বাচন উপলক্ষে ২৯ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা হতে ৩০ জানুয়ারি মধ্য রাত বারোটা পর্যন্ত সকল প্রকারের বেবিট্যাক্সি /অটোরিক্সা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়াও লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান ও স্পিডবোর্ড চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওই দিন সনাতনী ধর্মালম্বীদের সরস্বতী পূজা হওয়ায় এই ভোট গ্রহনের দিন পরিবর্তনের দাবি উঠেছিল। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হয়েছে। কমিশন এখন রিটের শুনানির অপেক্ষায় রয়েছে।