দীর্ঘ ১২ বছর পর এক মঞ্চে আজহারী ও তারেক মুনাওয়ার: জড়িয়ে ধরে কান্না (ভিডিওসহ)
লক্ষ লক্ষ মানুষের ঢল নামে গাইবান্ধার তাফসির মাহফিলে। মাহফিলের উপস্থিতি দেখে অবাক হয়ে যান বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী বলেন, আমার জীবনে এতবড় জমায়েত আর দেখিনি। মিজানুর রহমান আজহারীর রংপুরের তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। বিশাল পেন্ডেলে জনসমাগম দেখে নিজেই বিস্মিত হন বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, এতবড় পেন্ডেল নিয়ে এ বছর সম্ভবত আর কথা বলি নাই। আলহামদুলিল্লাহ। এই গণজোয়ার ইসলামের গণজোয়ার। এই গণজোয়ার কোরআনের পক্ষে গণজোয়ার।
তিনি বলেন, আমরা চাই দেশের সংসদ ভবণ থেকে শুরু করে সব কিছুই কোরআন দিয়ে চলুক। উপস্থিত জনতা সমস্বয়ে তা সমর্থন জানান। তাফসির মাহফিলটিতে কমপক্ষে ৫ লক্ষাধিক লোকের জমায়েত হয় বলে জানানো হয়। বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এই বক্তা সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন। দেশের যে প্রান্তেই যাচ্ছেন কুরআনের তাফসিরের মানুষের ঢল নামছে। আর তা দিনের বেলায় হোক কি রাতে হোক। এসব তাফসির মাহফিলে তরুণদের উপস্থিতি চোখের পড়ার মতো।