৩০ জানুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা !!
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।চিঠিতে বলা হয়েছে, ঢাকার দুই সিটিতে আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির কর্মকর্তারা জানান, সাধারণতঃ ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।