ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়, আসতে পারে ভ’য়াবহ শৈত্যপ্রবাহ !!
পঞ্চগড়ে শীতের দাপট যেন বেড়েই চলেছে। আবারও তাপমাত্রা কমে গেছে। মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তবে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বাড়ছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানান তিনি।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এ পর্যন্ত ৪৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।