নেতা হয়ে এমন কথা বলেন, আপনার নাম মুখে নিতে লজ্জা লাগে: মমতা !!
পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিজেপির এই শীর্ষ নেতার নাম মুখে নিতে লজ্জা লাগে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধরনায় হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি।মমতা বলেন, আপনার নাম বলতে লজ্জা লাগে। নেতা হয়ে গু’লি করার কথা বলেন! আপনি বলছেন গু’লি করে মা’রতে। এটাই তো চাইছেন, কিছু হলে কিন্তু দায়িত্ব আপনাকেই নিতে হবে।
মোদি বিরোধীদের রাজপথে নামার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে যেখানে শক্তিশালী সেখানে রাস্তায় নামুন। পশ্চিমবঙ্গে আমরা আন্দোলনে আছি, আন্দোলন চলবে।আমার বাম-কংগ্রেসকে প্রয়োজন নেই।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, কিছু মানুষ শুধু সংবাদমাধ্যমে নাম তোলার জন্য সিএএ বিরোধী আন্দোলনে হিংসা ছড়াচ্ছে। বাস-ট্রেনে আগুন জ্বালাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হিংসা থেকে দূরে থেকে মানুষের হয়ে কাজ করার পরামর্শ দেন মমতা।