ব্রেকিংঃ ফের মা’র্কিন সা’মরিক ঘাঁটিতে র’কেট হা’মলা !!
গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।এই বিষয়ে ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছেন, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। তবে রকেটগুলো কিভাবে ঘাঁটিতে আঘাত হেনেছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এদিকে, জোটের সামরিক মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিন্স থ্রি এক টুইটে বলেন, তাজি ঘাঁটিতে চালানো ছোট এই হামলায় জোট বাহিনীর কোনো সৈন্য হতাহত হয়নি।