ই’রানের ধারের কাছেও আসতে চাচ্ছে না ট্রাম্প !!
কিছুদিন আগে ই’রানে মার্কিন ড্রোন হা’ম’লার পর থেকে বেশ চাপে আছেন মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। অন্যদিকে ই’উক্রেনের বি’মান বি’ধ্ব’স্তের জেরে চাপে পড়েছে ই’রানের সরকার। এমতাবস্থায় ই’রানের ধারের কাছেও আসতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র ।
সিএনএন-এর এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ই’রানের ব্যাপারে ডাকা চারটি সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার ডাকা দু’টি সংবাদ সম্মেলনও বাতিল করে দেওয়া হয়। দূতাবাসের নি’রাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনও পরে বাতিল করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, আজ বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পেন্টাগন। জানা যায়, কিছু কিছু ক্ষেত্রে অল্পবিস্তর তথ্য দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে একেবারেই মুখ বন্ধ রাখছে মা’র্কিন প্রশাসন।