বাংলাদেশকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলেন নরেন্দ্র মোদি !!
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এই সাক্ষাৎ হয় বলে জানা যায়।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এই সাক্ষাতকালে বাংলাদেশ নিয়ে প্রশংসায় ভাসিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সাল থেকে ‘অভূতপূর্ব’ ও ‘বিস্ময়কর’ গতিতে এগিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি জানা যায়, ড. হাছানের সাথে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবার অনুরোধ জানিয়ে বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি তিনি লক্ষ্য করছেন, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর। এদিন দুপুরে তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সাথে বৈঠক করেন।