যেখানে ঠাঁই হচ্ছে স্টেশনে ফেলে যাওয়া শতবর্ষী সেই বৃদ্ধার !!
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনে স্বজনরা ফেলে যাওয়ার পর শতবর্ষী বৃদ্ধাকে উদ্ধার করে ময়মনসিংহের একটি বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা হয়েছে।গত ২৯ ডিসেম্বর রহনপুর রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের পাশের একটি তেঁতুল গাছের নিচে ওই বৃদ্ধাকে ফেলে রেখে যায় দুই ব্যক্তি।
তবে তাদের পরিচয় না মেলায় এবং ওই বৃদ্ধা কিছু বলতে না পারায় স্থানীয় কয়েকজনের চেষ্টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁর চিকিৎসা করা হয়।অবশেষে ওই বৃদ্ধার ঠিকানা হতে যাচ্ছে ময়মনসিংহের ভালুকার সাড়া মানবিক সংস্থায় (সামাস)।
সামাসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল মালেক এবং সিরাগঞ্জের মামুন বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) এজেডএম নুরুল হকের সঙ্গে দেখা করে ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে কয়েকদিন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তাকে বৃদ্ধাশ্রমের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।