১০ বারের বেশি ধ্বংস করা হবে যুক্তরাষ্ট্রকে : জুমা খুতবায় খামেনি !!
আজ শুক্রবার জুমার খুতবায় ই’রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরাইলকে একটি ক্যান্সারের টিউমার বলে আখ্যায়িত করেছেন।
অবশেষে দীর্ঘ আট বছর পর তিনি আজ ১৭ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ পড়ালেন। এ সময় তিনি দখলদার ইসরাইলকে একটি ক্যান্সারের টিউমার বলে আখ্যায়িত করে কেউ দেশটির বিরোধিতা করলে তাকে সহায়তার ঘোষণা দিয়েছেন খামেনি।
এ সময় মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দশ বারের বেশি ধ্বংস করা হবে। নামাজে আসা মুসল্লিদের হাতে হাতে ইরানি জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহানদেসের ছবি শোভা পাচ্ছিল। এসময় অনেকেই আমেরিকা ও ইসরাইলের পতাকায় আগুন দিয়েছেন। এর আগে সর্বোচ্চ নেতা নামাজ পড়াবেন এ তথ্য জানতে পেরে আজ শুক্রবার বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হন।’
এ সময় সো’লেইমানি হ’ত্যা’র বিষয়ে খামেনি বলেন, ‘ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হ’ত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সন্ত্রাসী চরিত্র। এর আগে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, ‘উদ্ধত শক্তির মুখে থাপ্পর দেয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আল্লাহ আমাদের সহায়।’