একসাথে ২৬ ভারতীয় জেলের বাংলাদেশের জলসীমায় হানা !!
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ ভারতীয় জেলেদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুইটি ফিসিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ।
জব্দকৃত ট্রলার হলো এফবি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ এ জেলেদের আটক করে নৌবাহিনী।
বিকেলেই আটকদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে থানার এস আই মো. আহাদ বলেন, বঙ্গোপসাগরের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চীফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আন্তর্জাতিক সমুদ্র আইনে এ মামলা দায়ের হয়েছে।