যে কারণে বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইনজামাম !!
সবকিছুকে ছাপিয়ে এবার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই জন্যই যে বাংলাদেশের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানালেন পাকিস্তান কোচ ইনজামাম উল হক।
আগামী মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার এই সিরিজটি ঘিরে জলঘোলা কম হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে ৩ বার সফর করবে বাংলাদেশ। আর সেই জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ দিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
পাকিস্তানের এ কিংবদন্তি ক্রিকেটার সোমবার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, পাকিস্তান সফরে আসার সিদ্ধান্ত নেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। টাইগারদের ধন্যবাদ। বাংলাদেশ যদি পুরো সিরিজটি একসঙ্গে খেলে যেত তাহলে সমর্থকদের জন্য আরও ভালো হতো। আমার বিশ্বাস সমর্থকরা সিরিজটি ভালোভাবে উপভোগ করবেন।