মৌলভীবাজার যাচ্ছেন জাফরী, তারেক মনোয়ার ও আজহারী, জেনে নিন কবে !!
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জুভেনাইল সোসাইটির বৃহত্তর কলাজুরার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপি ২৩ তম তাফসিরুল কোরআন মাহফিল শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে।
এ তাফসিরুল মাহফিলে আসছেন দেশ বরেন্য আলেম এ দ্বীন শায়েখ ড. কামাল উদ্দীন জাফরী (ঢাকা), হজরত মাওলানা তারেক মনোয়ার ও সাম্প্রতিক সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
প্রতিদিন আড়াইটা থেকে রাত ১১ টা পর্যন্ত কলাজুরা ফুটবল মাঠে ঐতিহাসিক এ মাহফিল অনুষ্ঠিত হবে । মহিলাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে বিশেষ প্যান্ডেল।