অবশেষে শুরু হলো বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম !!
রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙা শুরু হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে হাতিরঝিল এলাকায় অবস্থিত এ ভবন ভাঙা কার্যক্রম শুরু হয়। পুরো ভবনটি ভাঙতে ছয় মাস সময় লাগবে। দুপুর সাড়ে ১২টায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন। এর আগে ‘ফোর স্টার গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানকে ভবন ভাঙা দায়িত্ব দেয়া হয়।
ভাঙন কার্যক্রম উদ্বোধনে গণপূর্তমন্ত্রী বলেন, বিজিএমইএ ভবন হাতিরঝিল এর অবৈধভাবে গড়ে উঠেছিল। এই ভবনের ফলে হাতিরঝিলসহ ঢাকা শহরের সৌন্দর্য যেমন নষ্ট হয়েছে, তেমনি পানির অবাধ প্রবাহ বিঘ্নিত হয়েছে। তিনি বলেন, আদালতের নির্দেশেই ভবন ভাঙার কাজে হাত দিয়েছি। আগামী ছয় মাসের মধ্যে এই ভবন সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে।
বুয়েটের একটি বিশেষজ্ঞ দল এবং রাজউকের একটি দল পৃথকভাবে এবার কাজের তদারকি করবে। নিয়মনীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, হাতিরঝিলের মূল নকশার বাইরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্থাপনা থাকতে দেওয়া হবে না। যারা গোপনে পয়োনিষ্কাশনের নোংরা পানি লেকে প্রবাহিত করে পানি নষ্ট করছেন তারা নিজ থেকে সতর্ক হবেন। ইতিমধ্যেই পানির দুর্গন্ধ দূর করার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। তবে ভবনটি ভাঙার মুল কাজ আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানান ফোর স্টার গ্রুপের পরিচালক শরীফ।