যে কাজটি করলে, খুশি হয়ে জান্নাত দিবেন আল্লাহ !!
আল্লাহ্ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্ তিনিই আমাদের একমাত্র ভরসা। বিপদে-আপদে আমরা তাঁর কাছেই মুক্তির পথ চেয়ে থাকি। আল্লাহর পক্ষ থেকে রূহ, আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত পাবার আসা করে থাকি।
আসুন এবার জেনে নিই, যেসব বান্দাকে জান্নাত দিয়ে খুশি হবেন আল্লাহ…
কোনো মানুষ যদি আত্মীয়-স্বজন কিংবা আপন জনের মৃত্যুতে ধৈর্যধারণ করে তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দান করে সন্তুষ্ট হন। আল্লাহর কাছে বান্দার জন্য এটা অনেক বড় নেয়ামত। হাদিসে এসেছে-
হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুনিয়ার মধ্যে কারও কোনো আপনজন (আত্মীয়-স্বজন) মারা গেলে, সে যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে পুণ্যের (পুরস্কারের) আশা করে তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করে তবেই সন্তুষ্ট হবেন।’ (সহিহ জামে)