তাহলে কি বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে পাকিস্তান ??
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) রাতে পাকিস্তানে গেছে টাইগাররা। বিশ্বের এক নম্বর দল হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক পাকিস্তান।
দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক বলেন, ‘বাংলাদেশ এখন শক্তিশালী দল। গত কয়েক বছর হলো তাদের ক্রিকেটীয় কাঠামো শক্তিশালী হয়েছে। খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আসছে।’এমতাবস্তায়, ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছে তবে কি বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে পাকিস্তান?
প্রসঙ্গত, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান, যা শুরু হবে ২৪ জানুয়ারি। পরের খেলা দুটি ২৫ ও ২৭ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।