এবার মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের হয়ে প্রচারণায় চিত্রনায়ক রুবেল-ডিপজল !!
নির্বাচনের হাওয়া লেগেছে পুরো ঢাকা শহরে। বিভিন্ন গানের নকল করে নানাভাবে ভোটের প্রচারণা চালাচ্ছেন ভোটে লড়াই করা প্রার্থীগণ। এ ছাড়া প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিল-মিটিং করছেন। ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
এবার দেখা গেছে ঢাকাই সিনেমার নায়ক নায়িকারাও কোনো কোনো প্রার্থীর হয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। রোববার (২৬ জানুয়ারি) মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের হয়ে একঝাঁক সিনেমার তারকা মাঠে নেমেছেন। সম্প্রতি নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এফডিসিতে গিয়ে ‘আকবর টাইমস’ নামের একটি ছবির মহরতে যোগ দিয়েছিলেন আতিকুল ইসলাম। ওই মহরাতে শিল্পীরা কথা দিয়েছিলেন প্রয়োজন হলে আতিকের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
সেই কথা মতোই আজ আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে তাদের। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, নায়ক রুবেল, নায়িকা অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, শাহনূরসহ আরও অনেককেই দেখা গেছে নির্বাচনী প্রচারণায়। এসময় রুবেল বলেন, ‘আমরা নিশ্চিত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি জিতবেন। জয় লাভের পর তিনি যেন আমাদের জন্য সিনেপ্লেক্স তৈরি করেন। সেই দাবি করছি।’ উত্তরে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘চলচ্চিত্রটাকে মূলত শিল্পীদেরই এগিয়ে নিতে হবে। কথা দিচ্ছি, উত্তর সিটির শিল্পীদের পাশে থাকব, এফডিসির পাশে থাকব।’