পায়ুপথে এক কেজি স্বর্ণ নিয়ে দুবাই থেকে চলে এলেন ঢাকায়, এরপর যা ঘটলো…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৪১ গ্রাম স্বর্ণসহ এক যাত্রী আটক হয়েছেন। তিনি পায়ুপথে এসব স্বর্ণ বহন করছিলেন।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে সারোয়ার আলম (৩৫) নামে ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।
সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে সারোয়ার দুবাই থেকে ঢাকা আসেন। তার আচরণে সন্দেহ হলে বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। তাকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পায়ুপথে করে স্বর্ণ আনার কথা স্বীকার করেন। তার পায়ুপথ থেকে নয়টি স্বর্ণের বার এবং পকেট থেকে ১৪৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, সারোয়ার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম দলাই গ্রামের মো. সোলায়মানের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।