ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করলে কঠোর ব্যবস্থা – প্রধানমন্ত্রী !!
ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে এমন কর্মকাণ্ড ঘটালে তার বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার ‘মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করা হয়েছে’ এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করা হয়েছে, এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কি?- মসিউর রহমান রাঙ্গার এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ঐ অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডিও কোন সিদ্ধান্ত নেয়নি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, স্বার্বভৌম ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
বর্তমান সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্য সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধ পরিকর।’ রাঙ্গার সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা শুরু করে দিয়েছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা চলতে থাকবে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতার ব্যবস্থা নিচ্ছি।’