কঠিন সময় পার করছি, তবে ফিরবো আরো কঠিন হয়ে – সাকিব !!
ম্যাক্স ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর কারণে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান।
ক্রিকেটের বাইরে আছেন সাকিব। বিশ্বকাপে নিজের সেরাটায় দিয়েছেন সাকিব। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে ছিলেন তিনি। ক্রিকেটের বাইরে থাকা সাকিব কঠিন ভাবে ক্রিকেটে ফেরার কথায় জানিয়েছেন।
আজ লাইফবয়ের সঙ্গে ৯ বছরের সম্পর্কের পূর্তি অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখানে সাকিব ক্রিকেটে ফেরা নিয়ে কথা বলেন।তিনি বলেন, ‘এই ২২ গজই আমার ঠিকানা, কঠিন সময় পার করছি। তবে ফিরবো আরো কঠিন হয়ে।’
তিনি আরো বলেন, ‘যেহেতু সবকিছু বাদ দিয়ে একটা কাজের (ক্রিকেট খেলা) সঙ্গে জড়িত ছিলাম। এখন যেহেতু সেই কাজটা নাই, অন্য সবকিছু করার সুযোগ হচ্ছে।’