দেশে দেশে নাগরিক সরিয়ে নিতে চিনের নিষেধাজ্ঞা !!
চীন থেকে দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চীন থেকে নাগরিক সরিয়ে নিতে নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তার পরেও চীনের উহান প্রদেশ থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) জাপান এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের উহান থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে। বুধবার সকালে উহান থেকে ২০০ নাগরিক সরিয়ে নিয়েছে জাপান। জানা গেছে, জাপান যাদের সরিয়ে নিয়েছে, তাদের মধ্যে চারজনকে টোকিওর হানিডা এয়ারপোর্ট থেকেই জরাক্রান্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের দেশের ২০১ জনকে সরিয়ে নিয়েছে।
জানা গেছে, আলাস্কায় যাত্রা বিরতিতে তাদের দুই দফায় পরীক্ষা করা হয়। ফিরিয়ে নেওয়া মার্কিনিদের মধ্যে সে দেশের উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। উহান শহর থেকে নিজেদের নাগরিকদের ফ্রাঙ্কফুটে সরিয়ে নিয়েছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্নদেশের নাগরিকদের সরিয়ে নেওয়া হবে ফ্রান্সের বিমানে করে। কানাডা এবং ফিলিপাইন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনা করে তারা নাগরিক সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। যুক্তরাজ্যের বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ চীনের সঙ্গে সকল বিমানের ফ্লাইট বাতিল করেছে।