সৌদি আরবে নারী গৃহকর্মীদের মালিকানা পরিবর্তনের সুযোগ – জানুন বিস্তারিত !!
সৌদি আরবে বসবাসরত নারী গৃহকর্মীরা এখন থেকে স্পনসরশিপ বা মালিকানা পরিবর্তন করতে পারবে।তার পাশাপাশি হাউজ ড্রাইভার, আমেল মঞ্জিলের মতো পেশার প্রবাসীরাও স্পনসরশিপ বা মালিকানা পরিবর্তন পারবেন।
দীর্ঘ ৭ বছর বিরতির পর এই প্রক্রিয়া আবার চালু করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় যেকোনো সৌদি গৃহকর্মী তার পেশা পরিবর্তন করে স্বাধীনভাবে অন্য যেকোনো পেশায় যেতে পারবে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল ওকাজ এবং সৌদি গেজেটের সূত্র মতে, এই স্পনসরশিপ পরিবর্তন অবশ্যই শ্রম মন্ত্রণালয়ের কোনো শাখা থেকে করতে হবে। অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে এটি করা যাবে না।এ ক্ষেত্রে সৌদি শ্রম মন্ত্রণালয় কিছু শর্ত আরোপ করেছে। স্পনসরশিপ পরিবর্তনের মাধ্যমে যারা পেশা পরিবর্তন করতে ইচ্ছুক তারা আকামা একবছরের অধিক সময়ের জন্য নবায়ন করা যাবে না।
এই সময়ের মাঝে পরিবর্তন করতে চাইলে তা কার্যকর হবে না। সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো সেই গৃহকর্মীর সেবা কোনো সংস্থা বা মোয়াচ্ছাচা থেকে একক মালিকানায় স্থানান্তর করা ও সম্ভব নয়।