মোদীর সাথে আর থাকছেন না অমিত শাহ !!
ভারতে পোস্টার হোক অথবা দলীয় বৈঠকের গোল টেবিল হোক অতীতে নরেন্দ্র মোদীর পাশের ‘হট সিট’-টিতে বরাবরই দেখা গিয়েছে অমিত শাহকে। রাজনৈতিক আলাপচারিতায় বিজেপির শীর্ষ এই দু’টি নাম একই বন্ধনীতে আবদ্ধ, দলের শীর্ষ অনুষ্ঠানেও দু’জনে পাশাপাশি।
কিন্তু এ বার কী হবে, আলোচনায় মশগুল দিল্লির রাজনৈতিক করিডর। নতুন বিজেপি সভাপতি হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন জে পি নড্ডা।বসার ব্যবস্থা কি তা হলে এ বার বদলে যাবে? পোস্টারেও কি দেখা যাবে মোদী-নড্ডাকে?
ভারতের ক্ষমতাসীন দলের নেতাদের একাংশের মতে, যাওয়া উচিত। কারণ, যখন বেঙ্কাইয়া নায়ডু এই পদে নির্বাচিত হন, তখন দলের পোস্টারে বাজপেয়ীর সঙ্গে তাঁর ছবি-ই থাকত। তবে দলের অবিসংবাদী ‘দু’নম্বর’ অমিত শাহ এই নিয়ে কী ভাবছেন, তা জানা যায়নি!