ইমরান খানের পথেই হাঁটছেন কোহলি !!
- বিরাট কোহলিকে দেখে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের কথা মনে পড়ছে ভারতের সাবেক ব্যাটসম্যান এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের।
নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকেই ধবলধোলায় করে ছেড়েছে ভারত। কিউই ডেরায় ভারতীয় দলের এ দাপট দেখে উচ্ছ্বসিত মাঞ্জরেকার। পাকিস্তানের বিশ্বজয়ী ক্যাপ্টেন ইমরান খানের সঙ্গে কোহলির তুলনা করেছেন তিনি।
তার কথায়, নিজের সময়ে বিশ্বের যে কোনো মাঠে, ম্যাচে নতুন নতুন কৌশল আমদানি করতেন পাকিস্তানি কিংবদন্তি। একনাগারে সফলও হতেন। কোহলির নেতৃত্বে সেই পথে হেঁটে সাফল্য পাচ্ছেন মেন ইন ব্লুরাও।
মাঞ্জরেকারের ভাষ্যমতে, ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে প্রবল আত্মবিশ্বাস ছিল। তাদের মধ্যে ‘আমরাও পারি’ গোছের মানসিকতা ছিল। সবকিছুই সতীর্থদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন ইমরান। বর্তমান ভারতীয় শিবিরেও প্রতিটি সদস্যের মধ্যে একই মানসিকতা আমদানি করতে সক্ষম হয়েছেন কোহলি।