নিজের ভুল স্বীকার যা বললেন ট্রা’ম্প !!
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সো’লাইমানিকে হত্যার পর থেকেই আলোচনায় আছেন ট্রা’ম্প। ফের নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রা’ম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার জোরালো অভিযোগ আনা হয়েছিল। পরে বিষয়টি অভিশংসনের দিকে মোড় নেয়।কিন্তু গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সিনেটের ভোটে অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেন ট্রাম্প।
সেখানে থাকা মা’র্কিন দৈনিক ইউ এস এ টুডে’র একটি কপি তিনি সবার সামনে তুলে ধরে বলেন, স্বীকার করছি জীবনে অনেক ভুল করেছি, তবে তা ইচ্ছাকৃত নয়। তবে শেষ ফলাফল এই হয়েছে (ইউ এস এ টুডে’র শিরোনামকে উল্লেখ করে)।সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের আইনজীবী, রিপাবুলিকান আইনপ্রণেতা এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা।