বি’এস’এফে’র গু’লিতে সী’মান্তে বাংলাদেশি কৃষকের মৃ’ত্যু !!
কুষ্টিয়ার দৌলতপুর সী’মান্তে বিএসএফের গু’লিতে আ’হত বাংলাদেশি কৃষক সোলাইমান (৫০) মা’রা গেছেন। তিনি তিনদিন আগে গু’লিবি’দ্ধ হয়ে বি’এস’এফের তত্ত্বাবধানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোলাইমান মৃ’ত্যুর বিষয়টি কাছে নিশ্চিত করেছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।নি’হত সোলইমান দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারচরপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সী’মান্তে ঘাস কা’টার সময় সোলইমান ভারতীয় সী’মান্তর’ক্ষী বাহিনীর (বি’এসএফ) গু’লিতে আ’হত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে টেনে হিঁ’চড়ে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের (কুষ্টিয়া) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, শুক্রবার দুপুরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমান মা’রা যান। বিএসএফ তার মৃ’ত্যুর বিষয়টি বিজিবিকে নিশ্চিত করেছে। তার লা’শ দেশে ফিরিয়ে আনার জন্য বি’এসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।