সমাবেশে যে হুঁশিয়ারি দিলো মির্জা ফখরুল !!
খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের ২ বছর পূর্ণ হওয়ার দিনে তাঁর মুক্তির দাবিতে সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করেছে। বিচারবিভাগ বলে কিছু আছে কিনা তা নিয়ে সন্দেহ হয়। তিনি বলেন, সরকার আইনের শাষনে বিশ্বাস করে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় আছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। দুর্নীতির জন্য বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সব কিছুর দাম উর্ধ্বগতিতে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে সরকার।
মির্জা ফখরুল বলেন, জনগণের সাথে বারবার প্রতারনা করেছে আওয়ামী লীগ। ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠিত করেছে তারা। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি। আজকের সমাবেশে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছি , নির্বাচন করেছি। এবার খালেদা জিয়াকে মুক্ত করব।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঝিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো. শাহজাহান ড. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতানান সালাউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি শাহ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
সূত্রঃ বিডি২৪লাইভ