ওয়াজ মাহফিলে ১৪৪ ধারা জারি, যা ঘটলো…
ওয়াজ মাহফিল নিয়ে সারা বাংলাদেশই নানাভাবে উত্তপ্ত হয়ে আছে। এবার ওয়াজ মাহফিলকে ঘিরে ১৪৪ ধারা জারি করার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় শনিবার (৮ ফেব্রুয়ারি)। উপজেলার হিড়িভিটা মফিজিয়া তালিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদরাসা ও হিড়িভিটা জামে মসজিদের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ একই স্থানে একই তারিখে (৯ ফেব্রুয়ারি রোববার) ধর্মীয় সভার আয়োজন করে মাইকিং ও পোস্টারিং করেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম জানান, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মসজিদ ও মাদরাসা এলাকার চতুর্দিকে এক হাজার গজের মধ্যে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।