বড় ধরণের যে দুঃসংবাদ শুনলেন নেইমার !!
ব্রাজিল মানেই যে নেইমার জুনিয়র। আর সেই নেইমারের ইনজুরি যে খুব খারাপ সংবাদেই ব্রাজিল এবং নেইমার ভক্তদের জন্য। সেটাই যে দেখা গেল এবার।
নেইমারের যাতে বড় রকমের কোন ইনজুরি না হয়ে যায় সেজন্য নেইমারকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চায়নি বলেই নান্টেসের বিপক্ষে তাকে বিশ্রামে রেখেছিল টুখেল।ধারণা করা হচ্ছিল নেইমার আগামীকাল লিওর বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন। সেই ম্যাচের আগে যে নেইমার পুরোপুরি ফিট সেটা বুঝা গিয়েছিল তার অনুশীলনের সময়ই।
তবে পিএসজি কোচ বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে কোন ভাবেই নেইমারকে নিয়ে ঝুঁকি নিতেই রাজি নন। সেজন্য আগামীকাল লিওর বিপক্ষে ম্যাচেও দলের সবচেয়ে বড় এই তারকাকে বিশ্রামেই রাথছেন তিনি।