ভারতকে হারিয়ে শিরোপা জিতবে বাংলাদেশ – সাইফউদ্দিন !!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেছেন, প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের খেলাটি খেলতে পারলে ভারতের বিপক্ষে সাফল্য ধরা দিবে বাংলাদেশের।
সাইফউদ্দিন বলেন, আমাদের বোলাররা বলেন, ব্যাটসম্যানরা বলেন, খুব ভালো ফর্মে আছে। আমাদের ফিল্ডিং সাইডও যথেষ্ঠ ভালো। আমাদের এফোর্ট অনেক ভালো। এগুলো যদি প্রয়োগ করতে পারে মাঠে তাহলে জয় সম্ভব।’প্রসঙ্গত, রবিবার (৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।