ব্রেকিংঃ অপরাজিত চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ !!
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে আজ মাঠে নামে বাংলাদেশ-ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় যুবারা। বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য কমে আসে।
১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা। প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে টাইগার যুবারা।
এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার নিশ্চিত করে কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকা, সেমিতে নিউজিল্যান্ড ও ফাইনালে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ যুবারা।